ব্যুরো রিপোর্ট: মহিলাদের প্রিমিয়ার লিগে সব দলই খেলে ফেলল চারটি করে ম্যাচ। সব ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল মুম্বই ইন্ডিয়ান্স। রবিবার হরমনপ্রীত কৌরের দলের কাছে পরাস্ত হলো অ্যালিসা হিলির নেতৃত্বাধীন ইউপি ওয়ারিয়রজ। এক বনাম তিনের লড়াইয়েও বল হাতে সাফল্য পেলেন বাংলার সাইকা ঈশাক।
মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইউপি ওয়ারিয়রজ। নির্ধারিত ২০ ওভারে তারা তোলে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান। সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৬ বলে ৫৮ রান করেন অধিনায়ক অ্যালিসা হিলি। ৪ ম্যাচে ১৮৫ রান করে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় তিনি রইলেন দুই নম্বরে।
শীর্ষে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক মেগ ল্যানিং (৪ ম্যাচে ২০৬ রান)। তাহলিয়া ম্য়াকগ্রা চার নম্বরে নেমে ৩৭ বলে ৫০ রান করলেন। তাঁর ইনিংসে রয়েছে ৯টি বাউন্ডারি। কিরণ নবগীরে ১৪ বলে ১৭ রান করেন।কলকাতার পার্ক সার্কাসের মেয়ে সাইকা ঈশাক এদিনও মুম্বইয়ের হয়ে তিনটি উইকেট দখল করলেন।
তিনিই এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বাধিক উইকেটশিকারী। ৪ ম্যাচে তাঁর ঝুলিতে মোট ১২ উইকেট। সোফি এক্লেস্টোন সম সংখ্যক ম্যাচ খেলে ৮টি ও মুম্বই ইন্ডিয়ান্সের হেইলি ম্যাথিউজ ৭টি উইকেট দখল করেছেন। সাইকা এদিন ৪ ওভারে ৩৩ রান দিয়ে তিনটি উইকেট নিলেন।
অ্যামেলিয়া কের দুটি ও ম্যাথিউজ একটি উইকেট পেয়েছেন।জবাবে খেলতে নেমে ১৭.৩ ওভারেই জয়ের লক্ষ্য়ে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স। অধিনায়ক হরমনপ্রীত কৌর ৯টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন। ৬টি চার ও একটি ছয়ের সাহায্যে ৩১ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন ন্যাট-সিভার ব্রান্ট।
উইকেটকিপার যস্তিকা ভাটিয়া ওপেন করতে নেমে ৮টি চার ও একটি ছয়ের সাহায্যে ২৭ বলে ৪২ রান করেন। হেইলি ম্যাথিউজ করেন ১৭ বলে ১২ রান। দুই উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স। রাজেশ্বরী গায়কোয়াড় ও সোফি এক্লেস্টোন একটি করে উইকেট নেন।ম্যাচের সেরা হয়েছেন হরমনপ্রীত কৌর।
স্বাভাবিকভাবেই সব কটি ম্যাচে জয় আসায় তৃপ্ত তিনি। সতীর্থদেরও প্রশংসা করেছেন। ৪ ম্যাচের পর মুম্বই ইন্ডিয়ান্সের ঝুলিতে ৮ পয়েন্ট, নেট রান রেট ৩.৫২৪। দিল্লি ক্যাপিটালস ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে। তাদের নেট রান রেট ২.৩৩৮। তিনে থাকা ইউপি ওয়ারিয়রজ ৪ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে, নেট রান রেট ০.০১৫।
গুজরাত জায়ান্টস ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে রয়েছে চারে, তাদের নেট রান রেট মাইনাস (-) ৩.৩৯৭। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চারটি ম্যাচেই হেরেছে, তাদের নেট রান রেট মাইনাস (-) ২.৬৪৮। সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম জয় পেতে মরিয়া স্মৃতি মান্ধানার আরসিবি।