একের পর এক বিস্ফোরণ, গুলির শব্দ! ভয়াবহ জঙ্গি হামলা সোমালিয়ার হোটেলে

একের পর এক বিস্ফোরণ, গুলির শব্দ! ভয়াবহ জঙ্গি হামলা সোমালিয়ার হোটেলে

ব্যুরো রিপোর্ট: ভয়াবহ জঙ্গি হামলা সোমালিয়াতে! রাজধানী মোগাদিশুর একটি হোটেলে এই হামলা হয়েছে বলে জানা গিয়েছে। বহু মানুষকে জঙ্গিরা পণবন্দি করেছে বলেও জানা গিয়েছে। তবে হতাহতের কোনও খবর এখনও জানা যায়নি।তবে স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, লাগাতার গুলির শব্দ শোনা যাচ্ছে।

এমনকি বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পরেই দেশজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।যদিও সোমালিয়ার জাতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, ইতিমধ্যে ওই হোটেল থেকে একাধিক নাগরিককে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে জঙ্গিরা পার্ল বিচ হোটেলে ঢুকে পড়ে। এবং বহু মানুষকে পণবন্দি করে বলে দাবি ওই সংবাদমাধ্যমের। জঙ্গি সংগঠন al-Shabab ইতিমধ্যে এই হামলার দায় নিয়েছে।তবে যে হোটেলে এই হামলা হয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গাতে রয়েছে বলে জানা গিয়েছে।

এমনকি হোটেলের খুব কাছে তুর্কি দুতাবাস রয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, সমুদ্র সংলগ্ন এলাকা থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।শুধু তাই নয়, গুলির আওয়াজও আসছে। কাউকে যেতে দেওয়া হচ্ছে না সেদিকে।

স্থানীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ওই প্রত্যক্ষদর্শী। অন্যদিকে অপর একটি বিস্ফোরণের ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, ৫৩ জনেরও বেশি মানুষ এই ঘটনায় আহত বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

মৃতদের মধ্যে বড় সংখ্যায় বাচ্চা রয়েছে বলেও জানা গিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সোমালিয়ার লোয়ার শাবেল অঞ্চলের কোরিওলি শহরের কাছে একটি মর্টার শেল বিস্ফোরণ হয়। আর তাতেই এত মানুষের মৃত্যু হয়েছে। তবে একের পর এক ঘটনায় সোমালিয়াতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

তবে এই ঘটনার দায় কোনও জঙ্গি সংগঠনের তরফে নেওয়া হয়নি। তবে একই ভাবে আল-শাবাব এই ঘটনার পিছনেও থাকতে পারে বলে অনুমান। বলে রাখা প্রয়োজন, সোমালিয়ার বুকে আল শাবাবের প্রভাব রয়েছে। মাঝে মধ্যেই একের পর এক ঘটনা ঘটায় এই জঙ্গি সংগঠন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *