ব্যুরো রিপোর্ট: পূর্ব মেদিনীপুরের এগরায় মৃত বিজেপি কর্মীর বাড়িতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী। তিনি পরিবারের হাতে তুলে দিলেন ৫ লক্ষ টাকার চেক।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা অব্যাহত নিহত পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার অন্তর্গত কসবা
এগরা অঞ্চলের বিজেপি কর্মী তপন খাটুয়ার ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিলে রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী।
চেক দিতে এসে রাজ্য সরকারের পুলিশি নিষ্কৃয়তার কথা বলেন তিনি,বলেন আটদিন আগে খুন হয়ে যাওয়া বিজেপি কর্মীর এফআইআর এখনও দায়ের করেনি পুলিশ, তবে এদের থেকে কি আশা করা যায়?