ডূবেছে রাশিয়ার যুদ্ধ জাহাজ, এবার তৃতীয় বিশ্ব যুদ্ধ হবে, দাবি রুশ টিভি চ্যানেলের

ডূবেছে রাশিয়ার যুদ্ধ জাহাজ, এবার তৃতীয় বিশ্ব যুদ্ধ হবে, দাবি রুশ টিভি চ্যানেলের

ব্যুরো রিপোর্ট:  কৃষ্ণ সাগরে ডুবেছে রুশ জাহাজ। ইউক্রেন দাবি করেছিল, তারা এই জাহাজ ডুবিয়েছে। তবে রাশিয়া তা মানতে নারাজ। তাদের দাবি আগুন লেগে তাদের যুদ্ধ জাহাজ ডুবেছে। তবে যায় হোক না কেন,

রাশিয়ার এক টিভি চ্যানেলের দাবি ওই রণতরী ডুবে যাওয়ার পর এবার শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ।রাশিয়ার টিভি চ্যানেল ‘চ্যানেল ১’-এর সংবাদ পরিবেশক ওলগা স্কাবেয়াভা এমনটা দাবি করেছেন। তিনি দাবি করেছেন,

জাগাজ ডুবে যাওয়ায় সহযে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ সহজে পরিণত হতে পারে তৃতীয় বিশ্ব যুদ্ধে।আইজ ফর ইউক্রেন’ নামে এক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তরফে বলা হয়েছে,

জাহাজ ডুবে যাওয়ার পর এবার সর্ব শক্তি নিয়ে ইউক্রেনের উপর হামলা করতে চলেছে রাশিয়া। এমনকি এবার পরমাণু বোমাও ব্যবহার করতে পারে ক্রেমলিন।

ওই সংবাদ চ্যানেলের সংবাদ পরিবেশক বলেছেন, ‘যদি ন্যাটোর বিরুদ্ধে নাও হয়, তবে অন্তত ন্যাটর পরিকাঠামোর বিরুদ্ধে লড়তে চলেছি আমরা।’

টিভি চ্যানেলের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক অথিতিও। তিবি দাবি করেছেন, ওই যুদ্ধ জাহাজ আক্রমণ ভূখণ্ডকে আক্রমণের সামিল। অবশ্য রাশিয়ার তরফে বার বার দাবি করা হচ্ছে, আগুন লেগে ডুবেছে তাদের রণতরী।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *