দক্ষিণ আফ্রিকা সফর কী পিছিয়ে যেতে পারে! ভাবনা চিন্তা করছে বোর্ড

দক্ষিণ আফ্রিকা সফর কী পিছিয়ে যেতে পারে! ভাবনা চিন্তা করছে বোর্ড

ব্যুরো রিপোর্ট:  করোনা ভাইরাসের নতুন রুপ ওমিক্রনের প্রভাব দক্ষিণ আফ্রিকায় অনেকটা বেড়েছে। ফলে এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলকে পাঠানো কতটা যুক্তিযুক্ত তা নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।

সূত্রের খবর, এই সিরিজ কিছুটা পিছিয়ে দেওয়ারও ভাবনা চিন্তা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের শারীরিক স্বাস্থের কথা ভেবে একদম ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই। সূত্রের খবর, এ জন্য সিরিজ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দক্ষিণ আফ্ররিকার বোর্ডের কাছে কিছুটা সময় চেয়েছে সৌরভ গাঙ্গুলীর বোর্ড।

জানা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকা বোর্ডের কাছে সিরিজ পিছনোর জন্য অনুরোধ করতে পারে ভারতীয় বোর্ড। অবশ্য শুধু সিরিজ নয়, টাকার বিষয়টিও জড়িয়ে রয়েছে এই সিরিজে। দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি টেস্ট,

তিনটি একদিনের ম্যাচ এবং চারটি টি২০ খেলবে ভারত। মোট দশটি ম্যাচ হবে দুই দলের মধ্যে। আর এখানে জড়িয়ে রয়েছে ৩৩০ কোটি টাকা। ভারত যদি সফর বাতিল করে তাহলে বড়সড় ক্ষতি হবে দক্ষিণ আফ্রিকা বোর্ডের।

সিরিজ পিছিয়ে দিলেও একই সমস্যায় পড়তে হবে তাদেরকে।ইতিমধ্যে বিভিন্ন দেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ বিছিন্ন করেছে। এই বিষয়টিকে ‘অযৌক্তিক এবং অনৈতিক’ বলে আখ্যা দিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *