আমেরিকায় অদ্ভুত ঘটনা, বৃষ্টির সঙ্গে আকাশ থেকে পড়ল মাছ, ব্যাঙ ও কাঁকড়া!

আমেরিকায় অদ্ভুত ঘটনা, বৃষ্টির সঙ্গে আকাশ থেকে পড়ল মাছ, ব্যাঙ ও কাঁকড়া!

ব্যুরো রিপোর্ট:  বৃষ্টি হওয়াটা সাধারণত খুবই স্বাভাবিক বিষয়। তবে বৃষ্টির সঙ্গে যদি আকাশ থেকে মাছ, ব্যাঙ পড়তে শুরু করে, তাহলে সেটাকে কি স্বাভাবিক বলবেন? সম্প্রতি এমনই এক ঘটনা ঘটল আমেরিকার টেক্সাসের টেক্সারকানা শহরে।

গত ৩০ ডিসেম্বর টেক্সারকানা শহরে প্রচণ্ড ঝড়-বৃষ্টি চলছিল। সেই সময় বিকট আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসেন ওই শহরের বাসিন্দারা। তখন তারা দেখতে পান, আকাশ থেকে বৃষ্টির সঙ্গে অনেক মাছ পড়ছে।

তবে শুধু তাই নয়, সঙ্গে পড়ছে ব্যাঙ ও কাঁকড়াও।এই বিষয় নিয়ে টেক্সারকানা শহরের সোশ্যাল মিডিয়া পেজে জানানো হয়েছে, ‘২০২১ তার ঝুলি থেকে যে সমস্ত কৌশল বের করেছে, মৎস্যবৃষ্টি তার মধ্যে অন্যতম।

এমন বৃষ্টি তখনই হয়, যখন কোনও জলাশয়ের উপরিভাগে থাকা ছোট ছোট প্রাণীগুলি ঝড়ের দাপটে ভূপৃষ্ঠের ওপরে উঠে যায় এবং পরে সেগুলো বৃষ্টির সঙ্গেই বৃষ্টির আকারে পড়তে শুরু করে।

’এটি একটি অস্বাভাবিক ঘটনা। টেক্সারকানা শহরের বহু বাসিন্দা আজ এই ঘটনার সাক্ষী থেকেছেন বলেও ওই পেজে লেখা হয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *