‘সূর্যবংশী’র তেজে অক্ষয়ময় বক্স অফিস! ৫ দিনে ১০২ কোটি পার ফিল্মের

‘সূর্যবংশী’র তেজে অক্ষয়ময় বক্স অফিস! ৫ দিনে ১০২ কোটি পার ফিল্মের

ব্যুরো রিপোর্ট:  ৫ দিনে ১০২ কোটি পার ‘সূর্যবংশী’। অক্ষয়ের ছবিতে ভর করে লকডাউনের বহু ধাক্কা রীতিমতো কাটিয়ে ফের একবার কোনও বলিউড ছবি বক্স অফিসে সাড়া ফেলতে শুরু করে দিয়েছে। গত এক বছরে কোভিড পরিস্থিতিতে লকডাউনের ধাক্কা সামলে বলিউড কার্যত নিজের ছন্দে ফেরার আশায় রোহিত শেট্টির এই ছবির হাত ধরে।

বহুদিন বাদে সিনেমা হল-এ মুক্তি পাওয়া কোনও ছবি এভাবে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করে অভাবনীয় সাফল্য পেয়েছে।করোনার পরিস্থিতির মাঝে যেখানে লকডাউনে একাধিক বিধির জেরে বহুদিন বন্ধ ছিল বিভিন্ন সিনেমা হল। সেই জায়গা থেকে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফের লিড রোলে থাকা এই ফিল্ম ৫ দিনে পেরিয়ে যায় ১০০ কোটি টাকা।

ফলে কার্যত বলিউড ফের একবার প্রমাণ করে দিল যে ছন্দে ফেরা কোনও বড় ঘটনা নয় এই পরিস্থিতিতে। রোহিত শেট্টি এদিন জানান দিয়েছেন ‘সূর্যবংশী’ টানা ৫ দিনে ১০২.৮১ কোটি টাকা পেয়েছে। যা বর্তমানে কোভিডের পরিস্থিতিতে একটি বড় ইস্যু

যেখানে কোভিড পরিস্থিতিতে সিনেমা হল-গুলি বন্ধ থেকেছে বহু সময় ধরে, এখনও অনেকেই সেভাবে সিনেমাহলমুখী হতে পারছেন না, সেখানে অক্ষয় কুমারের এই ছবি কার্যত বলিউডের বাজারে চাঞ্চল্য ফেলে দিয়েছে। নভেম্বরের ৫ তারিখে সিনেমা হলে এসেছে ‘সূর্যবংশী’ । তারপর থেকে কার্যত মাত করে দিয়েছে এই এন্টারটেইমেন্ট ডোজ। এই

ব্লকবাস্টার হতে চলা ছবিটি প্রযোজনা করেছে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, রোহিত শেট্টি প্রোডাকশন, কেপ অফ গুড ফিল্মজ। অক্ষয়ের সঙ্গে রয়েছেন ক্যাটরিনা।

এদিকে, পুলিশ অফিসারের জীবনের সংঘর্ষ কেন্দ্রিক এই বলিউড ফিল্মে রোহিত শেট্টির পুরনো দুই ছবির নায়ক অজয় দেবগন ‘সিংহম’ ও রণবীর সিং ‘সিম্বা’র ভূমিকায় অভিনয় করেছেন।

উল্লেখ্য, রণবীর সিং, রোহিতের আগের ‘সিম্বা’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন। ছবিটি মূলত একটি ব্লাস্ট ও তার নেপথ্যে থাকা ষড়যন্ত্রের কাহিনি। ছবিকে অ্যাকশন নির্ভর ছবি হিসাবেই মূলত দেখছেন সমালোচকরা। তবে ছবির মধ্যে যেভাবে মনোরঞ্জনের ডোজ ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাতে মাতোয়ারা দর্শকমহল।

অক্ষয় কুমারকে রোহিত শেঠির পরিচালনায় ‘সূর্যবংশী’-তে একজন পুলিশ অবতারে দেখা যায়, যেখানে তার বিপরীতে মুখ্য ভূমিকায় ক্যাটরিনা কাইফও অভিনয় করেছেন। অজয় দেবগনের ‘সিংহম’ এবং রণবীর-অভিনীত ‘সিম্বা’-এর পরে ‘সূর্যবংশী’ হল রোহিত শেঠির কপ ইউনিভার্সের তৃতীয় ছবি।

অক্ষয়ের ‘সূর্যবংশী’ তে খিলাড়ি কুমার এক অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের ডিসিপির ভূমিকা রয়েছেন। তিনিইএই ছবিতে গল্পের বুনোটের মূল নিউক্লিয়াস। এদিকে, ছবির প্রচারে ‘কৌন বনেগা

ক্রো়পতিতে’ অক্ষয় , ক্যাট যেতেই অমিতাভ বলেন, তিনিও এমন সিরিজের সঙ্গে যুক্ত হতে চান। রোহিত শেট্টি নিজের কেরিয়ারে কমেডি দিয়ে ফিল্ম পরিচালনা শুরু করলেও, তা আপাতত পুলিশ কেন্দ্রিক ছবির দিকে এগিয়ে গিয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *