আফগানিস্তানে আফিম চাষ বন্ধ করে দিল তালিবান

আফগানিস্তানে আফিম চাষ বন্ধ করে দিল তালিবান

ব্যুরো রিপোর্ট:  এবার আফগানিস্তানে আফিম চাষ বন্ধ করে দিল তালিবান। দুনিয়ার সবচেয়ে বড় আফিম উৎপাদক দেশ আফগানিস্থান। রবিরার সেখানেই আফিম-সহ সব ধরনের মাদকের চাষ বন্ধ করে দিল তালিবান।

তালিবান সুপ্রিম লিডার হাইবাতুল্লাহ আখুন্দজাদার এক নির্দেশিকা অনুযায়ী, ‘ইসলামিক এমিরেট অব আফগানিস্থানে দেশের জনসাধারণকে জানানো হচ্ছে, দেশজুড়ে পোস্ত চাষ কঠোরভাবে নিষিদ্ধ করা হল।’

আখুন্দজাদার ওই বিবৃতি প্রকাশ করে আফগানিস্থানের অভ্যন্তরীন মন্ত্রী রবিবার বলেন, ‘কেউ যদি ওই নির্দেশিকা অমান্য করে তাহলে তার ফসল নষ্ট করে দেওয়া হবে। পাশাপাশি তার বিরুদ্ধে শরিয়তি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, এখন থেকে যে কোনও ধরনের মাদক চাষ, পরিবহন, ব্যবসা বন্ধ করে দেওয়া হল।উল্লেখ্য, আন্তর্জাতিক মহলকে তুষ্ট করতে ২০০০ সালেই মাদক চাষ বন্ধ করে দেয় তালিবান। কিন্তু এর ফলে দেশে প্রবল বিক্ষোভের সৃষ্টি হয়। বাধ্য হয়েই রাশ হালকা করতে হয় তাদের।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *