বলিউডের এই স্টাররা সবচেয়ে কম পারিশ্রমিক নিয়ে অভিনয় করেছেন এককালে! তালিকা একনজরে

বলিউডের এই স্টাররা সবচেয়ে কম পারিশ্রমিক নিয়ে অভিনয় করেছেন এককালে! তালিকা একনজরে

ব্যুরো রিপোর্ট:  কারোর বাংলো খবরে আসে, তো কারোর বিদেশে কয়টি বাড়ি বা গাড়ি রয়েছে তা নিয়ে চলেছে চর্চা, বলিউডের তারকাদের সম্পত্তি আর আয়ের পরিমাণ চিরকালই ভক্তদের নজর কেড়েছে।

তবে জানেন কি, বলিউডে এমন বহু স্টার রয়েছেন, যাঁরা বহু কম পারিশ্রমিকে অভিনয় করে আজ স্টারের তকমায় ভূষিত! এই তালিকায় রয়েছেন রাজকুমার রাও থেকে ভিকি কৌশল। একনজরে তালিকা।

ট্র্যাপড’ এর মতো ছবিতে অভিনয় ছাড়াও ‘ওমের্তা’ তে অভিনয়ে কার্যত তাক লাগিয়ে দিয়েছিলেন রাজকুমার। ‘ কাই পো ছে’ ছবি দিয়ে বলিউডে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে পা রাখেন রাজকুমার।

তবে খুব অল্প দিনেই নিজের কাজের গুণাগুন সকলকে জানান দিয়ে দেন তিনি। সেই রাজকুমার রাও বলিউডে সবচেয়ে কম টাকায় অভিনয় করেছেন। শাহিদ ছবিতে অভিনয়ের জন্য তিনি ২০ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।

অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকি নিজের অভিনয় দক্ষতা পর পর সমান্তরাল ছবিতে দেখানোর পাশাপাশি , একাধিক কমার্শিয়াল ছবিতেও তুলে ধরেছিলেন নিজের গুণাগুন।

এহেত নওয়াজউদ্দিন সিদ্দিকি ‘তলাশ’ ছবিতে অভূতপূর্ব অভিনয় করে মন ভরিয়ে দেন অনেকের। তিনি আমির খানের সঙ্গে সেই ছবিতে অভিনয় করে ১০ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।

বক্স অফিসে ‘উরি ‘ হিট করলেও, ভিকি কৌশল আলাদা করে নজর কেড়েছিলেন ‘মাসান’ ছবির হাত ধরে। কমবয়সি ভিকি উপন্যাসের নায়কের মতোই বইয়ের পাতা থেকে স্ক্রিনের পর্দায় হুবহু ওই চরিত্রের সঙ্গে মিল রেখে অভিনয় করে যান।

এই অভিনয় দক্ষতা অনেককেই তাক লাগিয়ে দিয়েছে। তবে যে ছবি দিয়ে তিনি বলিউডে পা রেখেছেন, সেই ‘মাসান’ ছবিটির জন্য বলিউডে ভিকি পেয়েছিলেন মাত্র ১০ লাখ টাকার পারিশ্রমিক।

হিন্দি টিভি শো থেকে শুরু করে সিনেমার পর্দায় সঞ্জয় মিশ্রকে দেখেননি এমন ফিল্ম ভক্ত মেলা কঠিন। বলিউডের বহু সিনেমাতেই তিনি মূল চরিত্রে না থেকে গেলেও,

পার্শ্বচরিত্রে এই থিয়েটার অভিনেতা কার্যত মন ভরিয়ে দিয়েছেন বহু ফিল্ম সমালোচকের। ভিকি কৌশলের সঙ্গে ‘মাসান’ ছবিতে অভিনয় করেন এই তারকা। সেই সময় তিনি পারিশ্রমিক পেয়েছিলেন ৫ লাখ টাকা।

বলিউডে ‘মস্ত’ ছবিটির হাত ধরে পা রেখেছিলেন রাম গোপাল বর্মার এই নায়ক। আফতাব শিবদাসানি এককালে মহিলাদের মন হরণের অন্যতম কারণ হয়ে উঠেছিলেন।

বলিউডে শুরু থেকে বহু তরুণী ভক্তের প্রাণ পুরুষ হয়ে ওঠেন আফতাব। সেই স্টার গ্রেট গ্র্যান্ড মস্তি’ ছবিতে অভিনয় করে কোনও পারিশ্রমিক পাননি। এমনই দাবি করছে বহু রিপোর্ট।

দক্ষিণী তারকা মাধবনকে ঘিরে ভক্তের সংখ্যা হু হু করে বেড়ে যেতে দেখা গিয়েছে গত কয়েক বছরে। সিনেমার পর্দা থেকে ওয়েবের পর্দা, সমস্ত দিকেই এই অভিনেতা নিজের অভিনয় দক্ষতার সেরাটি দান করে গিয়েছেন। ‘থ্রি ইডিয়টস’ এর মতো ফিল্মে তিনি অভিনয় করে কার্যত তাক লাগিয়ে দিয়েছেন।

এছাড়াও ‘জাগা খন্নুস’ ফিল্মেও তাঁর অভিনয় সর্বজন বিদিত। বলিউজে প্রথম ফিল্ম ‘রহেনা হ্যায় তেরে দিলমে’ ছবিতেও তাঁর অভিনয় কার্যত তাক লাগিয়েছে বহুবার। সেই অভিনেতা ‘থ্রি ইডিয়েটস’ ছবির জন্য ৫০ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। যেখানে সহ অভিনেতা আমিরের পারিশ্রমিক কোটি পার করে বহু গুণ।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *