ইলন মাস্ক-কে ৪৪ বিলিয়ন ডলারের ‘বাইআউট’ চুক্তিতে অনুমোদন টুইটার শেয়ারহোল্ডাদের

ইলন মাস্ক-কে ৪৪ বিলিয়ন ডলারের ‘বাইআউট’ চুক্তিতে অনুমোদন টুইটার শেয়ারহোল্ডাদের

ব্যুরো রিপোর্ট:  এলন মাস্কের $ 44 বিলিয়ন ‘বাইআউট’ চুক্তিতে অনুমোদন দিল টুইটার শেয়ারহোল্ডাররা। দীর্ঘদিন ধরেই এলন মাস্কের টুইটার কেনার গোটা প্রক্রিয়াটি ঝুলে ছিল। এমনকি এই চুক্তি বাতিল করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন মাস্ক। এমনকি এই বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত লড়াই পৌঁছে গিয়েছিল।

অবশেষে ‘বাইআউট’ চুক্তিতে অনুমোদন টুইটার শেয়ারহোল্ডাররা দিয়েছে বলেই জানাচ্ছে সংবাদসংস্থা এএফপি।গত কয়েকদিনে, টুইটার এবং টেসলার সিইও ইলন মাস্কের মধ্যে সংঘাতের একাধিক খবর সামনে এসেছে। এমনকি টেসলার সিইও ইলন মাস্ক টুইটারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছিলেন।

একাধিক ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে বলেও অভিযোগ করেছিলেন। শুধু তাই নয়, মাইক্রো ব্লগিং সাইটের বিরুদ্ধে বিভ্রান্তকর তথ্য দেওয়ার মতো মারাত্মক অভিযোগ পর্যন্ত করেছিলেন।আর একের পর এক অভিযোগের পর টুইটার না কেনার কথা জানিয়েছলেন মাস্ক। অবশ্য টুইটারের সঙ্গে ইলন মাস্কের সংঘাত আইনি লড়াই পর্যন্ত পৌঁছে গিয়েছিল।

চুক্তি করেও তা না করার জন্যে মামলা করে টুইটার। যার শুনানি আগামী অক্টোবরে রয়েছে। আর এই আইনি জটিলতার মধ্যেই টুইটার শেয়ার হোল্ডাররা একটি বৈঠকে বসেন নিজেদের মধ্যে।আজ মঙ্গলবার সন্ধ্যাতেই এই বৈঠক হওয়ার কথা ছিল। সেই মতো বৈঠক শুরু হয়। অনলাইনের মাধ্যমে শেয়ার হোল্ডাররা তাঁদের মতামত জানান। এমনটাই জানা যাচ্ছে।

বলে রাখা প্রয়োজন, এপ্রিলে মাসে ইলন মাস্ক টুইটার কেনার কথা জানান। সোশ্যাল সাইটের সঙ্গে এই চুক্তিটি প্রায় $ 44 বিলিয়ন ডলারের ছিল। $ 54.20 প্রতি শেয়ারে করেছিলেন।মে মাসে হঠাত করেই মাস্ক চুক্তিটি স্থগিত করে দেওয়ার ঘোষণা করেন।

জুন মাসে, ইলন মাস্ক টুইটারকে সতর্ক করে দিয়েছিলেন যে যদি কোম্পানি তার জাল অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য দিতে ব্যর্থ হয় তবে তিনি চুক্তি থেকে প্রত্যাহার করতে পারেন। আর এরপরেই টুইটার কিনবেন না বলে জানিয়ে দেন মাস্ক। আর এর মধ্যেই নয়া মোড়!

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *