ইউক্রেনে লাখো মানুষের প্রাণ বাঁচাচ্ছে ২ বছরের প্যাট্রন

ইউক্রেনে লাখো মানুষের প্রাণ বাঁচাচ্ছে ২ বছরের প্যাট্রন

ব্যুরো রিপোর্ট:  বছর দুয়েকের সারমেয় প্যাট্রন যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের বাসিন্দাদের ত্রাতার ভূমিকায়। জ্যাক রাসেল টেরিয়র প্রজাতির কুকুর ছানাটি ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের একনিষ্ঠ কর্মী।

সেদেশে রুশ সেনার হামলার পর থেকে ৯০য়েরও বেশি বিস্ফোরককে গন্ধ শুঁকে চিনিয়ে দিয়েছে প্যাট্রন।এজন্য ইউক্রেন স্টেট ইমার্জেন্সি সার্ভিসের তরফে প্যাট্রনকে “ম্যাসকট অফ চেরনিভ” বলে ডাকা হচ্ছে। যার অর্থ হল, আশ্চর্যজনক সাহায্যকারী।

প্যাট্রন তখনই প্রচারের আলোচনায় আসে, যখন ইউক্রেনের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সেন্টার তাকে নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এরপর নেটদুনিয়া প্যাট্রনের প্রশংসায় পঞ্চমুখ।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *