বিরোধীদের কাজে লাগিয়ে তাঁকে পদ থেকে সরানোর চেষ্টা করছে আমেরিকা!, ইমরানের অভিযোগ খারিজ মার্কিন বিদেশ দফতরের মুখপাত্রের

বিরোধীদের কাজে লাগিয়ে তাঁকে পদ থেকে সরানোর চেষ্টা করছে আমেরিকা!, ইমরানের অভিযোগ খারিজ মার্কিন বিদেশ দফতরের মুখপাত্রের

ব্যুরো রিপোর্ট:  পাকিস্তানে বিপাকে প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার। যেকোনও সময় পদত্যাগ করতে পারেন তিনি। কিন্তু, তা সত্বেও গদিচ্যুত হতে নারাজ তিনি।

এই অবস্থায় আমেরিকা বিরোধীদের কাজে লাগিয়ে তাঁকে পদ থেকে সরানোর চক্রান্ত করছেন করছেন বলে অভিযোগ করেছেন ইমরান। অবশ্য এই অভিযোগ খারিজ করেছে আমেরিকা।আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন,

‘পাকিস্তানের পার্লামেন্টে ইমরান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার নেপথ্যে আমেরিকার ভূমিকা রয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তার কোন সত্যতা নেই।

পাকিস্তানের সাংবিধানিক প্রক্রিয়া এবং আইনের শাসনকে আমেরিকা সম্মান করে এবং সমর্থন করে।’বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ইমরান বলেছিলেন, তাঁর সরকারের স্বাধীন বিদেশনীতি অনেকেই ভাল চোখে দেখেছে না।

সেই জন্য বিদেশি শক্তিগুলি বিরোধীদের কাজে লাগিয়ে তাঁকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ইমরান খান।বৃহস্পতিবার ইমরান আরও অভিযোগ করেছিলেন, ‘৯/১১ সন্ত্রাসে এক জনও পাকিস্তানি জড়িত ছিলেন না।

তবুও আমেরিকার সেনা অভিযানে বহু পাকিস্তানের বহু নাগরিক নিহত হয়েছিলেন।’

সূত্রের খবর, বৃহস্পতিবার ইমরান জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর ইসলামাবাদে আমেরিকার হাই কমিশনের উপপ্রধান রিচার্ড স্নেলসায়ারকে তলব করেছিল পাক বিদেশমন্ত্রক। তাঁকে ‘কূটনৈতিক প্রতিবাদপত্র’ দেওয়া হয়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *