ডোনাল্ড ট্রাম্পকে কি টুইটার অ্যাকাউন্ট ফেরানো হবে?

ডোনাল্ড ট্রাম্পকে কি টুইটার অ্যাকাউন্ট ফেরানো হবে?

ব্যুরো রিপোর্ট:  মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক জানিয়েছেন, তিনি আনুষ্ঠানিকভাবে টুইটারের মালিক হওয়ার পর প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর থাকা এই মাইক্রো ব্লগিং সাইটের নিষেধাজ্ঞা তুলে নেবেন।

ট্রাম্পকে ফিরিয়ে দেবেন তাঁর টুইটার অ্যাকাউন্ট। মঙ্গলবার এ কথা বলেন মাস্ক।টুইটার কেনার জন্য গত মাসে চুক্তির সিদ্ধান্ত নিয়েছিলেন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। চলতি বছরের শেষ নাগাদ আনুষ্ঠানিক চুক্তি হওয়ার কথা।

চুক্তি হলে ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটারের মালিক হবেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন।মাস্ক নিজেকে বারবার বাকস্বাধীনতার পক্ষে বলে দাবি করে এসেছেন।

তবে এ নিয়ে তিনি তাঁর পরিকল্পনা কখনো নির্দিষ্ট করে জানাননি। তবে আগামি দিনে টুইটারে পরিবর্তন আনার ক্ষেত্রে মাস্ক কত দূর যাবেন, সময়ই তা বলবে। ট্রাম্প আশা করেন, মাস্ক টুইটার কিনে এ মাধ্যমের উন্নতি করবেন।

কারণ, তিনি একজন ভালো মানুষ।টুইটার কিনতে মাস্ককে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প-ই উৎসাহিত করেছেন বলে খবর। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প চুপি চুপি মাস্ককে টুইটার কেনার জন্য উৎসাহিত করেছেন।

তবে এ প্রতিবেদনকে মিথ্যা আখ্যা দেন টেসলার প্রধান। তিনি দাবি করেন, ট্রাম্পের সঙ্গে তাঁর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো যোগাযোগ নেই।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *