এএফসি কাপের দ্বিতীয় ম্যাচের আগে সাবধানী এটিকে মোহনবাগান, মরিয়া বেঙ্গালুরু এফসি

এএফসি কাপের দ্বিতীয় ম্যাচের আগে সাবধানী এটিকে মোহনবাগান, মরিয়া বেঙ্গালুরু এফসি

ব্যুরো রিপোর্ট:  বেঙ্গালুরু এফসি-কে ২-০ গোলে হারিয়ে দুর্দান্তভাবে নিজেদের এএফসি কাপের অভিযান শুরু করেছে এটিকে মোহনবাগান। তাতে আত্মতুষ্ট না হয়ে বরং দ্বিতীয় ম্যাচে সাবধানী হয়ে মাঠে নামতে চায় সবুজ-মেরুন।

মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে মোকাবিলায় নামার আগে রয় কৃষ্ণদের মনঃসংযোগ ধরে রাখার নির্দেশ দিয়েছেন সবুজ-মেরুন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। একই দিনে টু্র্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বেঙ্গালুরু এফসিও। জিততে মরিয়া সুনীল ছেত্রীরা।

এএফসি কাপের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে এটিকে মোহনবাগান। সেই আবহে আজ গ্রুপ ডি-র দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে সবুজ-মেরুন। প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব।

যারা গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংসের কাছে হেরে গিয়েছে। তাই আজকের ম্যাচ তাদের কাছে ডু অর ডাই গোছের। অন্যদিকে এটিকে মোহনবাগান আজ জিততে পারলে নিজেদের জন্য টুর্নামেন্টের নক আউটে পৌঁছনোর রাস্তা মসৃণ করবে।

তাই মরিয়া মাজিয়ার বিরুদ্ধে ঠান্ডা মাথায় কাজ হাসিল করতে চায় সবুজ-মেরুন। ম্যাচে মনঃসংযোগ যে বিঘ্নিত না হয়, খেলোয়াড়দের সে বিষয়টি মাথায় রাখতে বলেছেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস।

কোনওভাবেই যাতে আত্মতুষ্টি ফুটবলারদের গ্রাস না করে, সেদিকে নজর রাখছেন এটিকে মোহনবাগানের প্রশিক্ষক। এ কথা মাথায় রাখতে হবে যে ঘরের মাঠে খেলতে নামবে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস।

গত বছর বেঙ্গালুরু এফসিকে প্রতিযোগিতা থেকে ছিটকে দিয়েছিল এই দলই। তাই আজ বেশ খানিকটা সাবধানী হয়েই মাঠে নামবে কলকাতার ক্লাব। ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে শুরু হবে ম্যাচ।

বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে দুর্দান্ত জয় দিয়ে এএফসি কাপের অভিযান শুরু করেছিল এটিকে মোহনবাগান। টুর্নামেন্টের ডি গ্রুপের প্রথম ম্যাচে সুনীল ছেত্রীদের ২-০ গোলে হারিয়ে দিয়েছিল কলকাতার ক্লাব। গোল দুটি করেছিলেন রয় কৃষ্ণ ও শুভাশিস বোস।

অন্যদিকে একাধিক গোলের সুযোগ নষ্টের খেসারত দিয়ে মাথা নিচু করেই মাঠ ছাড়তে হয়েছিল ব্যাঙ্গালোরের ফুটবল দলকে। এই জয়ের ফলে এক ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে ডি গ্রুপের শীর্ষ স্থানে অবস্থান করছে এটিকে মোহনবাগান।

সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে সবুজ-মেরুনের থেকে একধাপ পিছিয়ে রয়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংস। যারা গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্থানীয় দল মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে হারিয়েছে।

এএফসি কাপের ডি গ্রুপের প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানের কাছে হেরে গিয়েছে বেঙ্গালুরু এফসি। ফলে টুর্নামেন্টে টিকে থাকতে কিংবা নক আউটে পৌঁছতে আজকের ম্যাচ সুনীল ছেত্রীদের জিততেই হবে।

মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে তাদেরই মাঠে হারানো বাংলাদেশের বসুন্ধরা কিংসের সঙ্গে আজ বেঙ্গালুরু এফসি-র সাক্ষাৎ ঘটবে। আক্রমণ ও রক্ষণে শক্তিশালী বসুন্ধরার বিরুদ্ধে প্রতি আক্রমণ

নির্ভর রণনীতিতে দল সাজাতে পারেন সুনীল ছেত্রীদের কোচ মার্কো পেজ্জাউয়োলি। মালদ্বীপের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে ভারতীয় সময় বিকেল সাড়ে চারটে থেকে শুরু হবে খেলা। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা ফুটবল প্রেমীদের।

বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে এএফসি কাপের প্রথম ম্যাচে ৩-৫-২ ছকে দল নামিয়েছিল এটিকে মোহনবাগান। আজ মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধেও এরই রণনীতি তৈরি করতে পারেন সবুজ-মেরুন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। প্রথম একাদশও অপরিবর্তিত থাকবে বলে মনে করা হচ্ছে।

সম্ভাব্য দল : অমরিন্দর সিং (গোলরক্ষক), প্রীতম কোটাল, কার্ল ম্যাকহুগ, সুমিত রাথি, শুভাশিস বোস, দীপক টাংগরি, হুগো বৌমৌস, লেনি রডরিগেজ, মনবীর সিং, ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণ।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *