ব্যুরো রিপোর্ট: জেলা জুড়ে গত দুই দিন ধরে টানা বৃষ্টি হয়। টানা সেই দুই দিনের বৃষ্টির জেরে সুজনীপাড়া ও আহিরণ রেল স্টেশনের মধ্যেবর্তী রেল লাইনে ধস দেখা দিয়েছে।
উল্লেখ্য বেশ কিছু দিন আগে টানা বৃষ্টির জেরে আহিরণ ব্রিজ সংলগ্ন অঞ্চলে ধস দেখা দিয়েছিলো। ফলে এই রুটের সমস্ত ট্রেন পাকুড় লাইন হয়ে পাস করা হয়। যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়।
সূত্রের খবর, অতি বৃষ্টিতে সুজনিপাড়া স্টেশন ও আহিরন স্টেশনের মাঝে প্রায় ৪০ মিটার এলাকা জুড়ে ধস নামে । খবর পাওয়া মাত্র তড়িঘড়ি পৌঁছয় রেলের আধিকারিকরা।রেল লাইনের সারানোর কাজ শুরু করা হয় ।
প্রসঙ্গত কাল দক্ষিণেশ্বর নোয়াপাড়া মেট্রোরেল এর পাশে ধস নামে বেশ আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। তবে কিছুক্ষনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ট্রাই চলাচল শুরু হয়।