মধ্যরাতে ইসলামাবাদে ইমরানের ‘আজাদি মার্চ’, সেনা নামালেন শেহবাজ

মধ্যরাতে ইসলামাবাদে ইমরানের ‘আজাদি মার্চ’, সেনা নামালেন শেহবাজ

ব্যুরো রিপোর্ট:  সরকারি হুঁশিয়ারি উড়িয়ে বুধবার মধ্যরাতে পঞ্জাব প্রদেশের গণ্ডি ছাড়িয়ে ইসলামাবাদ ঢুকে পড়েছিল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের আজাদি মার্চ।

পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদের স্পর্শকাতর রেড জোনের নিরাপত্তার দায়িত্ব দিয়েছেন সেনাবাহিনীকে।

ইসলামাবাদের এই অংশেই রয়েছে পাক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবন, কেন্দ্রীয় সচিবালয় এবং বিভিন্ন বিদেশি দূতাবাস। মূলত ইসলামাবাদের রেড জোনে যাতে কোনও আন্দোলনকারী ঢুকে না পড়তে পারে তার জন্যই সেনা মোতায়েন করা হয়েছিল।

এই আবহে ইসলামাবাদে পুলিশ ও পিটিআই সমর্থকদের মধ্যে জোর সংঘর্ষ হয়। যার জেরে রণক্ষেত্রে পরিণত হয় পাক রাজধানী।প্রসঙ্গত, দ্রুত নির্বাচন করার দাবিতেই এই মিছিল শুরু করেন ইমরান খান।

বৃহস্পতিবার ভোরে ইসলামাবাদের ডি চকে পৌঁছে যান ইমরান খান। এদিকে তাঁর দলের সমর্থকদের ঠেকাতে পুলিশের তরফে কাঁদানে গ্যাসের শেল ছোঁড়া হয়।

পিটিআই সমর্থকরা পালটা ভাঙচুর করে রাস্তায়। সব মিলিয়ে গোটা রাজধানী যেন এক বড় রণক্ষেত্রে পরিণত হয়। জানা গিয়েছে, ইমরান খানের গাড়ি ইসলামাবাদে ঢোকার আগেই ইসলামাবাদের ‘ব্লু এরিয়া’তে কাঁদানে গ্যাস ছোঁড়া হয়।

এর বদলে জায়গায় জায়গায় অগ্নিসংযোগ করে পিটিআই সমর্থকরা।এদিকে পাকিস্তানের জিও নিউজের তরফে দাবি করা হয়, পিটিআই সমর্থকরা তাদের অফিসে হামলা চালায় এবং এতে বেশ কয়েকজন কর্মী জখম হন।

হামলার সময় অফিসের বাইরে পুলিশি নিরাপত্তা ছিল না বলে জানা গিয়েছে। ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দিয়ে নতুন করে ভোটের দাবিতে মঙ্গলবার খাইবার-পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার থেকে ইসলামাবাদের ডি-চকের উদ্দেশে

‘আজাদি মার্চ’ শুরু করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান এবং তাঁর সঙ্গীরা। অশান্তি এড়াতে শাহবাজ সরকার ইমরানের কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু বুধবার পাক সুপ্রিম কোর্ট ইসলামাবাদের প্রান্তে পেশোয়ার মোড়ে সমাবেশের অনুমতি দেয় ইমরানের দলকে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *