পুজোর মুডে শহর, আবহাওয়া নিয়ে বড় খবর শোনাল হাওয়া অফিস

পুজোর মুডে শহর, আবহাওয়া নিয়ে বড় খবর শোনাল হাওয়া অফিস

ব্যুরো রিপোর্ট:  মহালয়ার আগেই এবার পুজো উদ্বোধন হয়ে গিয়েছে। শ্রীভূমি, এফডিব্লক সহ শহরের চারটি বড় পুজোর উদ্বোধন করে ফেলেছেন মুখ্যমন্ত্রী। একেবারে পুজোর মুডে চলে গিয়েছে গোট শহর। এরই মধ্যে আবার আবহাওয়া নিয়ে বড় খবর শুনিয়েছে হাওয়া অফিস। মহালয়া পর্যন্ত যে বর্ষার আশঙ্কা শুনিয়েছিল হাওয়া অফিস সেই সংকট ধীরে ধীরে কাটতে শুরু করেছে।

ওড়িশার দিকে সরে যাচ্ছে নিম্নচাপ যার জেরে রাজ্য বর্ষার দাপট কমতে শুরু করেছে।আকাশে শরতের মেঘ দেখা দিতে শুরু করেছে। সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। বর্ষণের যে পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস সেটা এখনও মেলেনি। দুর্যোগের ঘনঘটা থেকে মুক্তির ইঙ্গিত মিলেছে। পুজোর মুডে চলে এসেছে শহর। আবহাওয়া দফতর যে দুর্যোগের কথা শুিনয়েছিল সেটা কার্যত হচ্ছে না।

গতকাল থেকেই পুজোর উদ্বোধন শুরু হয়ে গিয়েছে শহরে। মুখ্যমন্ত্রী একাধিক জায়গায় পুজো উদ্বোধন করেছেন। পুজোর মুডে সাজতে শুরু করেছে শহর।আবহাওয়া দফতরের পূর্বাভাস দিয়েছে শুক্রবারেও দিনভর চলবে রোদ-বৃষ্টির খেলা। শহরে সকালে থেকে রোদ ঝলমলে আকাশ। তেমন বর্ষণের সম্ভাবনা নেই।

গতকাল ২-এক পশলা বৃষ্টি হয়েছে। আজও সকাল েথকে রোদ উঠলেও তেমনই কয়েক পশলা বর্ষণের সম্ভাবনা রয়েছে। কারণ দুর্যোগ কাটতে শুরু করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস তাই বলছে। নিম্নচাপ ক্রমশ ওড়িশা এবং ছত্তিশগড়ে দিকে সরে যাচ্ছে সেকারণে রাজ্যে দুর্যোগের সম্ভাবনা কম রয়েছে।পুজো আসতে বাকি আর একটা সপ্তাহ।

সামনের রবিবারই মহালয়া। এদিকে শহর ইতিমধ্যেই পুজোর মুডে চলে এসেছে। একাধিক পুজোর মণ্ডপের উদ্বোধন হয়ে গিয়েছে। কয়েকদিন আগে আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল এবছর ছাতা হাতেই পুজো দেখতে হবে শহরবাসীকে। কারণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই সম্ভাবনা ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে। দুর্যোগ ওড়িশা উপকূলের দিকে সরতে শুরু করেছে।

তার জেরে ধীরে ধীরে বর্ষার দাপট কমতে শুরু করবে রাজ্যে। কাজেই পুজোর চারদিন বর্ষণের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।দুর্যোগ ওড়িশা উপকূলের দিকে সরতে শুরু করলেও শুক্রবার সহ আগামী কয়েকদিন ভারী দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় । এছাড়া পুরুলিয়া এবং বাঁকুড়ায় হালকা বর্ষণের পূর্বাভাস রয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *