ব্যুরো রিপোর্ট: শরীরে একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি সাহিত্যিক বুদ্ধদেব গুহ। শ্বাসকষ্ট সহ শরীরের একাধিক সমস্যা নিয়ে গত তিন দিন ধরে ৮৫ বছরের এই লেখক একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
রক্ত চাপ কমে যাওয়া এবং শারীরিক অবস্থার কথা ভেবে তাঁকে রাখা হয়েছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে।জানা গিয়েছে, শ্বাসকষ্টের পাশাপাশি লেখকের মূত্রনালিতে সংক্রমণ রয়েছে।
পাশাপাশি লিভার ও কিডনিতেও সমস্যা দেখা দিয়েছে। গত এপ্রিল মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান এই লেখক। তার পর থেকেই নানা সমস্যায় ভুগছিলেন তিনি।
অবশ্য হাসপাতালে ভর্তি করার পর তাঁর করোনা টেস্ট করা হলে তা নেগেটিভ এসেছে বলে খবর।আপাতত মূত্রনালিতে সংক্রমণকেই মুল সমস্যা বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তাঁকে দু’মিনিটে ২ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রের খবর। আপাতত বুদ্ধদেবের চিকিৎসা করছেন গ্যাস্ট্রোএনট্রোলজিস্ট, পালমোনোলজিস্ট, নেফ্রোলজিস্ট এবং কার্ডিওলজিস্ট।