ব্যুরো রিপোর্ট : প্রয়াত হলেন ভারতীয় ব্যাডমিন্টনের প্রথম আন্তর্জাতিক খেতাব জয়ী খেলোয়াড় নন্দু নাটেকর। বুধবার পুণেতে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
ভারতীয় ব্যাডমিন্টনের প্রথম আন্তর্জাতিক খেতাব জয়ী খেলোয়াড়ের প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী। নেটমাধ্যমে তিনি লিখেছেন, ‘ভারতের খেলাধূলার ইতিহাসে শ্রী নন্দু নাটেকর বিশেষ জায়গায় রয়েছেন।

এক জন দারুণ ব্যাডমিন্টন খেলোয়াড় ও প্রশিক্ষকের পাশাপাশি খুব ভাল মনের মানুষ ছিলেন। ওঁর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। তবে ওঁর সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের অ্যাথলিটদের উৎসাহ জোগাবে। ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’
মালেশিয়ায় প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক খেতাব জিতেছিলেন তিনি। তাঁর গোটা কেরিয়ারে মোট ১০০টি খেতাব রয়েছে। ভারতের ব্যডমিন্টনের ইতিহাসে নন্দু নাটেকরকে সর্বকালের অন্যতম খেলোয়াড় বলা হয়।