আজ শেষবিদায় ব্রিটেেনর মহারানির, শেষকৃত্য থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

আজ শেষবিদায় ব্রিটেেনর মহারানির, শেষকৃত্য থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ব্যুরো রিপোর্ট:  আজ শেষ বিদায় নেবেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর শেষ যাত্রায় অংশ নিতে ইতিমধ্যেই লন্ডনে পৌঁছে গিয়েছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। সোমবার ব্রিটেনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তাঁর শেষকৃত্য হওয়ার কথা। বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রনেতারা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। দীর্ঘ ৭০ বছর ধরে ব্রিটেেনর রানির আসনে ছিলেন তিনি।

তাঁর প্রয়াণে ভারতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে।আজ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য। লন্ডনের ওয়েস্ট মিনস্টার অ্যাবেতে আয়োজন করা হয়েছে তাঁর শেষবিদায়ের অনুষ্ঠান। একাধিক দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

গতকালই তিনি পৌঁেছ গিয়েছেন লন্ডনে। একাধিক দেশের রাষ্ট্রনেতারা উপস্থিত হয়েছেন। তবে একাধিক দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে অনেক দেশকেই আমন্ত্রণ জানানো হয়নি। রাশিয়া-বেলারুশ আমন্ত্রিত নয়। আমন্ত্রিতের তালিকায় নেই সিরিয়া, মায়ানমার, আফগানিস্তান, ভেনিজুয়েলাও।

ব্রিটেনের সঙ্গে সম্পর্কের তিক্ততার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। আবার উত্তর কোরিয়াকেও আমন্ত্রণ জানানো হয়নি।তবে আমেরিকাকে ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে।ইতিমধ্যেই লন্ডনে পৌঁছে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রীও। গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে প্রয়াত হন রানি দ্বিতীয় এলিজাবেথ। বয়স হয়েছিল ৯৬ বছর।

তার আগেরদিন রাত থেকেই অসুস্থ ছিলেন তিনি। তারপর থেকে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন রানি। চিকিৎসকের পরামর্শে পরিবারের সকলকে খবর দেওয়া হয়। তার পরের দিনই ঘোষণা করা হয় রািনর প্রয়াণের কথা। তার পর থেকে রানির কফিন বন্দি দেহ রাখা হয়েছে ওয়েস্ট মিনস্টাার অ্যাবেতে। আজ সেখান থেকেই তাঁর শেষ যাত্রা শুরু হবে।

তারপর নিয়ে যাওয়া হবে বাকিংহাম প্যালেসে। বাকিংহ্যাম প্যালেেস হবে শেষ যাত্রার অনুষ্ঠান। ব্রিটেনের রাজকীয় প্রথা মেনে উইন্ডসর ক্যাসেলের অন্দরে ষষ্ঠ কিং জর্জের চ্যাপেলে সমাধিস্থ করা হবে রানি দ্বিতীয় এলিজাবেথকে। স্বামী প্রিন্স ফিলিপের পাশেই শায়িত থাকবেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক মাস আগেই প্রয়াত হয়েছেন রািনর স্বামী দ্বিতীয় এলিজাবেথ। এই উন্ডসর ক্যাসেলেই ছিলেন তাঁরা। ২০১১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সেখানেই ছিলেন তাঁরা। রানির শেষযাত্রার বিশান অনুষ্ঠান।

৫০০ অতিথির দেখাশোনার করার মত কাজ সামিল দিতে চার হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। এছাড়া রাজ পরিবারের কর্মীরাও যোগ দিয়েছে। রানির শেষকৃত্যের অনুষ্ঠান সরাসরি টেলিভিশনেও সম্প্রচার করা হবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *