দাদুর কোলে ফিরলো কাবুলের হারিয়ে যাওয়া শিশু

দাদুর কোলে ফিরলো কাবুলের হারিয়ে যাওয়া শিশু

ব্যুরো রিপোর্ট:  তালিবানরা ১৯ অগস্ট ২০২১ এ রাজধানীর দখল নিয়েছিল। আফগানিস্তান ছাড়ার জন্য কাবুল বিমানবন্দরে ভিড়ের চাপ থেকে রক্ষার করার জন্য বিমানবন্দরের পাঁচিলের কাঁটাতার টপকে নিজের একরত্তি সন্তানকে আমেরিকার সেনার হাতে তুলে দিয়েছিলেন বাবা।

ওপার থেকে এক সেনা আধিকারিক শিশুটিকে নিয়ে নিয়েছিলেন।সোহেল আহমদি নামে সেই শিশুটির খোঁজ পাওয়া গেল অবশেষে কাবুলেই।২০২১ সালের অগস্ট মাসে শিশুটি যখন নিখোঁজ হয়, তখন তার বয়স ছিল দু’মাস।

হামেদ সাফি (২৯) নামে এক ট্যাক্সিচালক তাকে খুঁজে পায় কাবুল বিমানবন্দরে। সে-ই তাকে বাড়ি নিয়ে যায়। অগত্যা সেই শিশুকে বাড়ি নিয়ে গিয়ে নিজের সন্তানের মতোই তাকে দেখভাল করতে থাকেন হামেদ ও তাঁর স্ত্রী ফারিমা সাফি।

গত নভেম্বর মাসে শিশুটির ছবি-সহ একটি খবর প্রকাশিত হয় সেখানকার সংবাদমাধ্যমে।সেই খবরের সূত্র ধরেই খোঁজ পাওয়া গিয়েছে শিশু সোহেলের। তবে তাকে পরিবারের হাতে তুলে দিতে গিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। কিছুতেই তাকে ফেরত দিতে চাননি হামেদ এবং তাঁর স্ত্রী।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *