ব্যুরো রিপোর্ট: রাজ্যে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। ঠাণ্ডার আমেজ অনুভব করতে শুরু করেছে রাজ্যবাসী। কিন্তু এর মধ্যেও ফের বৃষ্টি আশঙ্কা রাজ্যে। আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ অক্ষরেখা।
যার ফলে রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। এই নিম্নচাপের জেরে তামিলনাড়ুতে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।হাওয়া অফিস সূত্রে খবর,
নিম্নচাপের জেরে শুক্রবার থেকে কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে।
পাশাপাশি নিম্নচাপের জেরে আগামী কয়েকদিনের রাতের দিকে শীতের আমেজ কিছুটা কমতে পারে।তবে বুধবার কলকাতায় কিছুটা কমেছে তাপমাত্রা।
বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা হল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা হল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২০ ও ৩১ ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।