বাঁচবেন না ভেবে পিঠে নাম, ঠিকানা লিখে রাখছেন বাবা-মায়েরা!

বাঁচবেন না ভেবে পিঠে নাম, ঠিকানা লিখে রাখছেন বাবা-মায়েরা!

ব্যুরো রিপোর্ট:  ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে প্রায় ৪০ দিনের ওপর অতিক্রান্ত। রুশ সেনার বীভৎসতায় গোটা বিশ্ব হতবাক। দু’দিন আগেই নিজেদের বাঁচাতে ইউক্রেনে শিশুদের একটি স্কুল বাসকে ট্যাঙ্কের সামনে ঢাল বানিয়েছিল রুশ সেনারা।

এই পরিস্থিতিতেও তিন বছরের ওই সন্তানের বাবা-মায়ের আশা, যদি যুদ্ধে তাঁদের মৃত্যু হয় এবং যদি তাঁদের সন্তান বেঁচে যায়, তবে হয়তো কেউ খেয়াল রাখবে শিশুটির। বাঁচিয়ে রাখবে তাকে কোনও ভাবে বা পৌঁছে দেবে নিরাপদ আশ্রয়ে।

যুদ্ধ পরিস্থিতিতে পরের দিনের সকাল দেখতে পাওয়া এখন অনেক পাওয়া ইউক্রেনের বহু মানুষের কাছে। এমতাবস্থায় সন্তানকে রক্ষা করতে চাওয়া ইউক্রেনের ওই মায়ের সিদ্ধান্তে চমকে গিয়েছেন বাকি বিশ্বের অভিভাবকেরা।

সন্তানের পিঠে লেখা জরুরি তথ্যের ছবি দিয়ে নেটমাধ্যমে তিনি লিখেছেন, ‘ইউক্রেনে এখন অনেক মা-বাবা এমনটা করছেন। আগামীকাল আমাদের কী হবে, তা তো আমরা কেউ জানি না। তাই এই ব্যবস্থা!’ইউক্রেনের ওই শিশুটির নাম ভিরা মাকো।

দুনিয়া জুড়ে সাংবাদিকেরা ভিরার ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘ইউক্রেনের মায়েদের এখন সন্তানদের শরীরে পরিচয় লিখে রাখতে হচ্ছে। আর ইউরোপ এখনও গ্যাসের দাম নিয়ে আলোচনা করছে!’

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *