জনপ্রিয় ‘কে পপ’ গান শোনার ‘অপরাধে’ সাত জনকে মৃত্যুদণ্ড!

জনপ্রিয় ‘কে পপ’ গান শোনার ‘অপরাধে’ সাত জনকে মৃত্যুদণ্ড!

ব্যুরো রিপোর্ট:  উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। একনায়কতন্ত্র এবং কঠোর শাসক হিসেবে পরিচিত তিনি। সম্প্রতি আরও একটি অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ গান ‘কে পপ’।

সেই গান শোনার ‘অপরাধে’ সাত জনকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়ার অভিযোগ উঠেছে কিমের বিরুদ্ধে। এক আন্তর্জাতিক মানবাধিকার রক্ষাকারী সংগঠনের রিপোর্টে দাবি করা হয়েছে,

২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে অন্তত সাত জনকে প্রাণদণ্ড দিয়েছেন তিনি; শুধুমাত্র দক্ষিণ কোরিয়ায় তৈরি ‘কে পপ’ শোনা এবং অন্যান্যদের সঙ্গে শেয়ার করার ‘অপরাধে’

এই শাস্তি। জানা গেছে, এই ৬টি ঘটনাগুলো ঘটেছে হেসান প্রদেশে।ওই আন্তর্জাতিক মানবাধিকার রক্ষাকারী সংগঠনের তরফে, ৬৮৩ জন কিম-বিরোধী উত্তর কোরিয়ানদের সঙ্গে এই নিয়ে ২০১৫ সাল থেকে কথোপকথন করার চেষ্টা চলছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *